লখিমপুর খেরিতে তৃণমূলের প্রতিনিধি দলের পৌঁছানো নিয়ে প্রশ্ন করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ঘটনাস্থলে উত্তরপ্রদেশ পুলিশ কংগ্রেসকে যাওয়ার অনুমতি না দেওয়া নিয়ে যোগী প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন, কংগ্রেসকে আটকানো হলেও লখিমপুরে যাওয়ার জন্য তৃণমূল এবং ভীম সেনা অনুমতি পেয়েছেন। তৃণমূল প্রতিনিধি কী ভাবে কৃষকদের সঙ্গে দেখা করতে পারল তা নিয়েই কার্যত প্রশ্ন তোলেন তিনি। আর এই নিয়ে এবারে রাহুলকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
বুধবার ট্যুইট করে কুণাল ক্ষোভ উগরে দিয়ে বলেন, রাহুলের উচিত নয় সত্যের অপলাপ করে মানুষ বিভ্রান্ত করা। তাঁর পরেই কংগ্রেস নেতাকে তাঁর তীব্র কটাক্ষ, একজন পার্টটাইম পলিটিশিয়ান যিনি বিজেপিকে রুখতে ব্যর্থ হয়েছে, তাঁর কাছ থেকে কোনও অরাজনৈতিক মন্তব্য তৃণমূল আশা করে না।
সেই সঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক এও বলেন, আমরা কংগ্রেসকে শ্রদ্ধা করি। তৃণমূল যেকোনও অবিজেপি জোটেরই সমর্থনে রয়েছে।
ট্যুইটের শেষ অংশে কুণালের খোঁচা, শুধু ট্যুইটারে নয় আমরা রাস্তাতেও রয়েছি।
2/2:
Rahul Gandhi should not try to confuse people by distorting facts.TMC will not accept any loose non political comment from any part time politician who has failed to combat BJP.
We respect INC. We are in favour of non BJP unity.
We are on roads, not in tweeter only.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 6, 2021
উল্লেখ্য শেষ পাওয়া খবর অনুযায়ী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের পাঁচ জনের প্রতিনিধি দলকে লখিমপুরে যাওয়ার অনুমতি দিয়েছে যোগী প্রশাসন।
Comments are closed.