১৩ মার্চ থেকে সংসদে দ্বিতীয় দফায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আর প্রথমবারের মতোই প্রত্যাশিত মতো একগুচ্ছ ইস্যুতে কেন্দ্রকে কোণঠাসা করতে তৈরি হচ্ছেন তৃণমূল সাংসদরা। ঘাসফুল শিবির সূত্রে খবর, দলনেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বুধবার সাংসদদের নিয়ে একটি বৈঠক করে তৃণমূল। লোকসভার সাংসদ সুদীপ ব্যানার্জি, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন সহ বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন। ওই বৈঠক থেকে লোকসভার বাজেট অধিবেশনে তৃণমূলের ভূমিকা কী হবে তা নিয়েও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি।
জানা গিয়েছে, মূলত এলআইসি এবং এসবিআইয়ের মতো রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলো নিয়ে কেন্দ্রের নীতির সমালোচনা করে সুর চড়াবেন তৃণমূল সাংসদরা। সম্প্রতি আদানি গ্ৰুপে এই দুই সংস্থার বিপুল বিনিয়োগ নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। চলতি অধিবেশনেও তা নিয়ে তৃণমূল সাংসদরা সরব হবে বলে নির্দেশ দিয়েছেন দলনেত্রী। এছাড়াও মূলবৃদ্ধি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে ফের একবার সরব হবেন তৃণমূল সাংসদরা। সব মিলিয়ে আসন্ন বাজেট অধিবেশনেও ফের একবার যে সাংসদ উত্তপ্ত হতে চলেছে তা এক প্রকার স্পষ্ট।
Comments are closed.