দল বিরোধী কাজের শাস্তি, ৫৬ জন নেতা-কর্মীকে সাসপেন্ড করল তৃণমূল 

পঞ্চায়েত ভোটে দল মনোনীত প্রার্থীকে না মেনে নির্দল হয়ে দাঁড়ানোর অভিযোগ, ভোটের মুখে ৫৬ জন নেতা-কর্মীকে সাসপেন্ড করল তৃণমূল। ঘাসফুল শিবির সূত্রে এমনটাই খবর। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তাঁর নবজোয়ার কর্মসূচিতে গিয়ে বার বার জানিয়ে ছিলেন, দলের প্রতীকে মনোনীত প্রার্থীকে সমর্থন করতে হবে বাকিদের। দলের নির্দেশ অমান্য করে কেউ নির্দল প্রার্থী হয়ে দাঁড়ালে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই মতোই শনিবার জানা গেল, বিভিন্ন জেলার মোট ৫৬ জন নেতা কর্মীকে সাসপেন্ড করেছে তৃণমূল।

তৃণমূল সূত্রে খবর, এই ৫৬ জনের মধ্যে সবথেকে বেশি অভিযোগ পাওয়া গিয়েছে নাদিয়া থেকে। নদিয়ার মোট ২১ জন নেতা কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলার ১৭ জন নেতা কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। বাকি অন্যান্য জেলা থেকেও রয়েছে।

অভিষেক ব্যানার্জির বার্তার পরেও খোদ তৃণমূল নেত্রী দলের নির্দল প্রার্থীদের জন্য কড়া বার্তা দিয়েছিলেন। কয়েকদিন আগে কালীঘাটের বৈঠক শেষে দলের তরফে জানানো হয়েছিল, মুখ্যমন্ত্রী নির্দল প্রার্থীদের মনোয়নপত্র প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছেন। নির্দিষ্ট দিনে মনোয়ন পত্র প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই মতোই এবার দলের শাস্তির মুখে পড়ল ৫৬ জন নেতা কর্মী।

Comments are closed.