কলকাতা পুরভোটের দিন ‘উচ্ছ্বাস দিবস’ পালন করবে তৃণমূল। কারণ গত বছর ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর দলত্যাগের বর্ষপূর্তি পালন করব তৃণমূল। ওইদিন তৃণমূল কর্মীরা কাঁথিতে ডিজে বাজিয়ে নাচ করবেন বলে জানা গিয়েছে।
১৯ ডিসেম্বর কলকাতা পুরসভা ভোটের জন্য ওইদিন না করে ২০ ডিসেম্বর কাঁথিতে একটি জনসভার আয়োজন করা হচ্ছে। ওই জনসভায় উপস্থিত থাকবেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মেচেদা বাইপাসে জমায়েত করবেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এরপর সেখান থেকে কাঁথি যাবেন তাঁরা। কাঁথি কলেজের মাঠে উচ্ছ্বাস দিবস পালন করে জনসভা করা হবে। শুভেন্দু অধিকারীর বাড়িওইদিনের সভায় সর্বধর্ম সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সংবর্ধিতও করা হবে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর ১৯ ডিসেম্বর দল থেকে একজন বিশ্বাসঘাতক বিদায় হয়েছিল। তাই আমরা কাঁথি শহরেই সেই দিন বর্ষপূর্তি উদযাপন করব।
Comments are closed.