মূল্য বৃদ্ধি, এজেন্সির ভূমিকা সহ একগুচ্ছ ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে পথে তৃণমূল; মিছিলে শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা
মূল্য বৃদ্ধি, কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার নিরপেক্ষতা সহ একগুচ্ছ ইস্যু নিয়ে পথে নামল তৃণমূলের মহিলা ব্রিগেড। বৃহস্পতিবার দুপুরে বিড়লা প্ল্যানেটরিয়াম থেকে গান্ধীমূর্ত পর্যন্ত মিছিলে হাঁটেন মন্ত্রী, সাংসদ সহ তৃণমূলের মহিলা কর্মী সমর্থকেরা।
বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি নিয়েও এদিন কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। পাশপাশি একাধিক কেন্দ্রীয় নীতি নিয়েও সুর চিড়িয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও এদিনের মিছিলে হাঁটেন, তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, সাংসদ মালা রায়, কলকাতা পুরসভার কাউন্সিলর অন্যান্য ব্যানার্জি, মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম।
উল্লেখ্য, কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে একাধিক বার অভিযোগ তুলেছে তৃণমূল। এর আগেও নিরপেক্ষ তদন্তের দাবিতে পথে নামে তৃণমূলের যুব সংগঠন। এদিন ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে রাস্তায় নামল ঘাসফুল শিবির।
Comments are closed.