ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি করতে গিয়ে আক্রান্ত হল তৃণমূল। শুক্রবার তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করার প্রস্তুতি হিসেবে মহারাজা বীর বিক্রম কলেজের সামনে জড়ো হয়েছিল কয়েকজন তৃণমূল কর্মী।
অভিযোগ, সেইসময় তাঁদের ওপর হামলা চালায় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির সদস্যরা। আহত হন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য হিমাদ্রি শেখর, সোলাঙ্কি সেনগুপ্ত সহ বেশ কয়েকজন।
অভিযোগ, ওই কলেজের কাছেই আছে পুলিশ ফাঁড়ি। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের ওপর লাঠি নিয়ে চড়াও হয় এবিভিপির সদস্যরা।
২১ জুলাই শহীদ দিবস, ১৬ অগাস্ট খেলা হবে দিবসের পর ত্রিপুরাতে ২৮ অগাস্ট টিএমসিপি প্রতিষ্ঠা দিবসেও ত্রিপুরায় একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল।
এই ঘটনার নিন্দা করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তৃণমূল ছাত্র পরিষদকে ভয় পেয়ে ওরা এসব করছে বলে জানান তিনি।
Comments are closed.