সৌমিত্র চ্যাটার্জিকে শ্রদ্ধা জানাতে নিউটাউনে গড়ে উঠছে সবুজে ঘেরা ‘অপুর সংসার’ পার্ক
এই বছরের শেষেই সাধারণ মানুষ উপহার পাবেন এই পার্ক। যেখানে ৮ থেকে ৮০ সকলেই মনোরঞ্জনের জন্য যেতে পারবেন
এবার সৌমিত্র চ্যাটার্জিকে শ্রদ্ধা জানাতে নিউটাউনে তৈরি হচ্ছে পার্ক। যার নাম দেওয়া হয়েছে ‘অপুর সংসার’ পার্ক। হিডকো ও নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ অথবা এনকেডিএর উদ্যোগে তৈরি হচ্ছে এই পার্ক। একশন এরিয়া ওয়ানের বৃদ্ধাশ্রম স্নেহদিয়ার ঠিক পাশেই গড়ে উঠবে এই পার্ক। হিডকোর তরফে জমিও বরাদ্দ করা হয়েছে। এই বছরের শেষেই সাধারণ মানুষ উপহার পাবেন এই পার্ক। যেখানে ৮ থেকে ৮০ সকলেই মনোরঞ্জনের জন্য যেতে পারবেন।
এর আগেও সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতে ‘প্রফেসর শঙ্কু’ পার্ক তৈরি করেছে নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ। সিটি সেণ্টার টু-এর কাছে গড়ে উঠেছে এই পার্ক। এবার সৌমিত্র চ্যাটার্জিকে স্মরণ করতে বানানো হচ্ছে ‘অপুর সংসার’ পার্ক। ওই পার্কে সৌমিত্র চ্যাটার্জির অভিনীত বিভিন্ন সিনেমার কাট আউট, স্টাচু, ছবি থাকবে।
‘অপুর সংসার’ সিমেনার মধ্য দিয়ে ১৯৫৯ সালে সৌমিত্র চ্যাটার্জি বাংলা সিনামের জগতে আসেন। উল্লেখ্য, চলতি বছর নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে দুটি পার্ক বানানো হয়েছে নিউটাউন ও সেক্টর ফাইভে। ওই দুটি পার্কের নাম নেতাজী পার্ক ও জয়হিন্দ পার্ক। সম্প্রতি অ্যাক্টিভিটি পার্ক নামে একটি পার্ক তৈরি হয়েছে নিউটাউনে। নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ-র উদ্যোগে তৈরি হয়েছে এই পার্ক। ইকোপার্ক দুই ও তিন নম্বর গেটের মাঝ বরাবর এগিয়ে গেলে ১৪ ও ১৬ নম্বর ট্যাঙ্কের মাঝে রয়েছে এই পার্ক।
নিউটাউনে একের পর পার্ক থাকার ফলে চারিদিকে বড় বড় ফ্ল্যাটের মধ্যেও সবুজের মাঝে প্রাণ ভরে শ্বাস নিতে পারেন অনেকে। ইকো পার্কের পাশাপাশি এইসব পার্কগুলিতে প্রবীণ নাগরিকদের যেমন আড্ডা জমাতে পারেন, আবার ছোটরাও খেলতে পারে। তরুণ-তরুণীদের জন্য ওপেন এয়ার জিম, জগিং ট্র্যাক রয়েছে।
Comments are closed.