দ্বিতীয়বার মেয়র হিসেবে মঙ্গলবার শপথ নামেন ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে মেয়র পরিষদরাও এদিন শপথ নেবেন। জানা গিয়েছে, পুরসভার কক্ষ বা টাউন হলে নয়, কলকাতার ইতিহাসে প্রথমবার মেয়র হিসেবে পুরসভার লনে খোলা আকাশের নীচে শপথ নেবেন ফিরহাদ। মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানে একাধিক বিশিষ্ঠ ব্যক্তি উপস্থিত থাকবেন।
পুরসভা সূত্রে খবর, এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানা উপস্থিত থাকবেন শহরের শেরিফ মনিশংকর মুখার্জি, কবি জয় গোস্বামী, শুভাপ্রসন্ন, নচিকেতা, দলের তারকা সাংসদ দেব সহ একাধিক বিশিষ্ঠ ব্যক্তি। এছাড়াও মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামডন ক্লাবের কর্মকর্তারা। জানা গিয়েছে, ময়রের ইচ্ছেতে শপথগ্রহন অনুষ্ঠান একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। মঙ্গবার শপথ নেওয়ার পরে মেয়র এবং পারিষদদের ঘরের বাইরে নামফলক বসানো হবে।
ইতিমধ্যেই নবনির্বাচিত মেয়রের বসার ঘরকে নতুন করে সাজানো হচ্ছে। মেঝেতে নতুন কার্পেট হয়েছে, ফিরহাদের পছন্দ অনুযায়ী দেওয়ার ওয়ালপেপার লাগানো হয়েছে। এছাড়াও চেয়ার টেবিল সহ যাবতীয় আসবাবকে নতুন ভাবে পালিশ করে সাজানো হচ্ছে। একইভাবে সেজে উঠছে মেয়র পরিষদদের ঘরগুলিও। সব মিলিয়ে নতুন পুরবোর্ড গঠন ঘিরে সাজো সাজো রব কলকাতা পুরসভা চত্বরে।
Comments are closed.