আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস। প্রতি বছর ২৪ জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হয়। ২০১৮ সালে ২৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের জন্য আন্তর্জাতিক শিক্ষা দিবস ঘোষণা করে। ইউনেস্কোর তরফে দিনটি সারা বিশ্বে শান্তি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে শিক্ষার ভূমিকার জন্যই উদযাপন করা হয়। এই বছর শিক্ষা দিবসের থিম ‘মানুষের প্রতি বিনিয়োগ করতে, শিক্ষার অগ্রাধিকার’।
এই বছর ইউনেস্কো আন্তর্জাতিক শিক্ষা দিবসকে উৎসর্গ করেছে আফগানিস্তানের সকল মেয়েদের জন্য। আফগানিস্তানের যেসব মেয়েদের মধ্যে শিক্ষার আলো পৌঁছাতে পারছে না। তাঁদের এইবছরের আন্তর্জাতিক শিক্ষা দিবস উৎসর্গ করেছে ইউনেস্কো। তালিবানদের অধীনে যাওয়ার পর আফগান মহিলাদের শিক্ষার ব্যবস্থা আরও তলানিতে ঠেকেছে।
ইউনেস্কোর পরিসংখ্যান অনুযায়ী, গোটা বিশ্বে আনুমানিক ২৫৮ মিলিয়ন শিশু স্কুলে যায়না। অনুন্নত দেশগুলির অবস্থা আরও শোচনীয়। ইউনেস্কোর পরিসংখ্যান অনুযায়ী, আজও সারা বিশ্বে এমন অনেকে রয়েছে যাঁরা শিক্ষাকে অপ্রয়োজনীয় বলে মনে করেন।
২০২২ সালে আন্তর্জাতিক শিক্ষা দিবসের জন্য জাতিসংঘ কর্তৃক ঘোষিত থিম ছিল”পরিবর্তনমূলক শিক্ষা ও শিক্ষার রূপান্তর।” অর্থাৎ সময় পরিবর্তিত হয়েছে, এবং তাই শেখার পদ্ধতি এবং মাধ্যমের পরিবর্তন হয়েছে। ২০২০-২১ সালে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে।
Comments are closed.