আজ বিশ্ব রক্তদাতা দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ২০০৪ সালে প্রথমবার বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করে। অসুস্থ মানুষকে সুস্থ করতে রক্তের প্রয়োজন হয়ম আর সেই রক্ত দান করেন যাঁরা, তাঁদের সম্মান জানতে এই দিনটি পালন করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর বিশ্বের ৯ কোটি ২০ লক্ষ মানুষ রক্তদান করেন।
১৮৬৮ সালে আজকের দিনে নোবেল পুরস্কার জয়ী কার্ল ল্যান্ডস্টেইনের জন্ম হয়। কার্ল ল্যান্ডস্টেইন A B O ব্লাড গ্রুপ সিস্টেম আবিষ্কার করেন। তিনি স্বাস্থ্য বিজ্ঞানে নোবেল পুরস্কার ও পান। তাই এই দিনটি রতদাতা দিবস হিসেবে পালন করা হয়।
এ বছর রক্তদাতা দিবসের স্লোগান ‘ডোনেটিং ব্লাড ইজ অ্যান অ্যাক্ট অব সোলিডারিটি, জয়েন দ্য ইফোর্ট অ্যান্ড সেভ লাইভ’ অর্থাৎ রক্তদান একটি সম্মিলিত প্রয়াস, এই প্রয়াসে সংযুক্ত হন, রক্তদান করুন ও জীবন বাঁচান।
চিকিৎসকরা জানিয়েছেন, যেকোন ও সুস্থ মানুষ রক্তদান করতে পারেন। পুরুষরা প্রতি ৩ মাসে একবার রক্তদান করতে পারেন অন্য দিকে মহিলারা প্রতি চারমাস একবার রক্তদান করতে পারেন। তবে ৬৫ বছর পরে আর রক্ত দেওয়া যায়না। পাশাপাশি ১৮ বছরের আগে রক্ত দেওয়া যায়না।
Comments are closed.