তীব্র রোদের তেজে নাজেহাল বঙ্গবাসী। চৈত্র মাসে বেড়েই চলছে তাপমাত্রার পারদ । আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে স্বস্তির খবর এই যে, বুধবার কলকাতার কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। এদিন সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গে সব জেলাগুলিতে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদা ও দুই দিনাজপুরে মূলত পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে।
উল্লেখ্য, নতুন করে পশ্চিমী ঝঞ্জা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে শনিবার। উত্তরপূর্ব বাংলাদেশ ও দক্ষিণ অসমে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এরফলে আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Comments are closed.