আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

সকাল থেকে কলকাতার আকাশ পরিস্কার। কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিন কয়েক ঘন্টার মধ্যে পূর্ব বর্ধমানের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গের কোচবিহারেও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
বজ্রপাতের সময় সাধারণ মানুষকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নিম্নচাপের অভিমুখ এখন ওড়িশামুখী। মহালয়ার ঠিক আগে নতুন করে রাজ্যে দুর্যোগের সম্ভাবনা নেই। তবে দুর্গাপুজোর চারদিন কেমন থাকবে আবহাওয়া? সেই নিয়ে এখনই কিছু জানাতে পারেননি আবাওহাওয়াবিদরা।

Comments are closed.