ভালোবাসার দিনে শহরে শীতের আমেজ, তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে

শহর জুড়ে শীতের আমেজ। মঙ্গলবার এক ধাক্কায় অনেকটা নেমে গেল তাপমাত্রার পারদ। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা শীতের আমেজ বজায় থাকবে। তবে তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। এরপর ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ। আবহবিদেরা জানিয়েছেন, আগামী দু’দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা কম থাকবে। উলটে চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ আবার চড়বে।

বুধবার কিছুটা কমেছিল তাপমাত্রা। ১৭ ডিগ্রিতে নেমে যায় সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু মঙ্গলবার বেশ খানিকটা নেমে যায়। গত রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। এরফলে বেশ গরম অনুভব করেছে কলকাতাবাসী। কিন্তু হাওয়া অফিস তখনই জানিয়ে দিয়েছিল, আরেকটা শীতের স্পেল দেখা বাকি রয়েছে বঙ্গবাসীর। সেইমত সোমবার থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা।

Comments are closed.