দফায় দফায় বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ। শনিবার সকাল থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে, শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের কিছু জেলায় চলছে ভারী বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দুই দিনাজপুরেও মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Comments are closed.