বড়দিন চলে এলেও কড়া শীত কবে তিলোত্তমায়? প্রশ্ন শীতপ্রিয় বাঙালির

গতকালের তুলনায় আজ তাপমাত্রা খানিকটা কম। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। পাকাপাকিভাবে শীত কবে পড়বে? সেই উত্তরের অপেক্ষা করছে শীতপ্রিয় বাঙালী। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার অবধি হালকা শীতের ভাব অনুভূত হলেও সপ্তাহের শেষের দিকে উত্তুরে হাওয়ার প্রবেশ কম হবে রাজ্যে।

সামনেই বড়দিন। আর বড়দিন মানেই কনকনে ঠান্ডা। কিন্তু কনকনে ঠান্ডা কই রাজ্যে? সেই প্রশ্ন শীতপ্রিয় বাঙালির। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামিকালের পর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার পাশাপাশি তাপমাত্রার পারদ বাড়বে জেলাগুলিতেও। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আকাশ পরিষ্কারই থাকবে।

 

Comments are closed.