‘ফণি’, ‘আমপান’, ‘যশ’-এর পর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। রবিবার মধ্যরাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। সোমবার সকাল থেকেও আকাশের মুখভার। কোথাও কোথাও হচ্ছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে সোমবার সোমবার সাগর থেকে কয়েকশো কিমি দূরে অবস্থান করছে সাইক্লোন সিত্রাং।
জানা গিয়েছে বাংলাদেশে বরিশালের কাছাকাছি ল্যান্ডফল করতে পারে সাইক্লোন। ২৫ অক্টোবর ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে রবিবার রাত থেকেই। বাংলায় ল্যান্ডফল না হলেও সাইক্লোনের প্রভাবে বাংলার উপকূলবর্তী জায়গাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত সোমবার থেকেই। সাইক্লোন সিত্রাং এর প্রভাবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সুন্দরবন এলাকা। উপকূলবর্তী এলাকায় কাঁচা বাড়ি, রাস্তা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।
সাইক্লোন মোকাবিলায় তৎপর রাজ্য। সুন্দরবনের ফেরি সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের ২৫ তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক থেকে জেলাশাসকদের পর্যাপ্ত ত্রাণ মজুত রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। বিপর্যয় মোকাবিলা দলের ছুটি বাতিল করা হয়েছে।
Comments are closed.