শনিবার থেকেই পারদ পতন, বৃষ্টির সম্ভাবনা কতটা, কী বলছে হাওয়া অফিস

ভোরবেলা শীতের শিরশিরানি থাকলেও বেলা বাড়তেই রোদের তেজ। জাঁকিয়ে শীত এখনই পড়লেও আগামী কয়েকদিনের মধ্যেই হাওয়া বদলের বড় সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বাধিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন শীত আসতে এখনও দেরি। ডিসেম্বরের মাঝামাঝি সময় শীত আসতে পারে। কিন্তু এই সপ্তাহের শেষে হাওয়া বদলের একটা বড় সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, আগামী ১২ নভেম্বর থেকে বেশ খানিকটা পারদ পতন হতে চলেছে শহরে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে চলেছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস আরও জানাচ্ছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পংয়েও বৃষ্টিপাত কমেছে। মনোরম আবহাওয়া উপভোগ করছেন পর্যটকরা।

Comments are closed.