নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবহাওয়ার বড় পরিবর্তন হচ্ছে। আইএমডির তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আর নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শ্রীলঙ্কার জাফনা, তামিলনাড়ুতে এখন বিস্তৃত রয়েছে এই নিম্নচাপ৷ আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ এগিয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ু, এবং পুদুচেরি বরাবর৷ নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, রায়লসীমাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ ২১ ও ২২ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে৷ এর জেরে ২০ থেকে ২২ তারিখ অবধি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং শ্রীলঙ্কার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি রয়েছে৷
তবে নিম্নচাপের জেরে আগামী ২-৩ দিন কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির পূর্বাভাস জারি হয়নি। নভেম্বরের মাঝামাঝিতে কলকাতা ও সংলগ্ন এলাকায় পারদ নামতে শুরু করেছিল। বাংলার বিভিন্ন জায়গাতেও তাপমাত্রা কমছিল। তবে আপাতত নিম্নচাপের জেরে তাপমাত্রা ফের বাড়তে পারে আগামী কয়েকদিনের মধ্যে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস।
Comments are closed.