একধাক্কায় অনেকটা নেমেছে পারদ, আজ মরশুমের শীতলতম দিন

একধাক্কায় অনেকটা নামল পারদ। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার এই মরসুমের শীতলতম দিন। এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। তারপর সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ঘরেই ছিল। কিন্তু বুধবার তাপমাত্রা নেমে যায় ১৭ ডিগি সেলসিয়াসে।

অক্টোবর মাসের শেষের দিকেই পতন শুরু হয়েছিল পারদের। এরপর থেকেই হালকা শীতের আমেজে ভাসছে তিলোত্তমা। মাঝে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছিল। এরপর ফের তাপমাত্রার পারদ নামল ১৭ ডিগ্রি সেলসিয়াসে।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তাপমাত্রা আরও কিছু কমবে। বেশ কয়েকটি জেলাতেও তাপমাত্রা নেমে যাবে অনেকটাই। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম এইসব জেলাগুলিতে তাপমাত্রা নেমে যাবে অনেকটাই। কিন্তু পুরোপুরি শীত আসতে ডিসেম্বরের মাঝামাঝি সময় হয়ে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Comments are closed.