বৃহস্পতিবার ছিল এই মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির কাছাকাছি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি নামতে পারে।
পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও একটু কমবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি থাকবে বলে মনে করা হচ্ছে। আকাশ প্রধানত পরিষ্কার থাকার কথা। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, বৃহস্পতিবার থেকে নামবে পারদ। রাজ্যে জুড়ে শীতের আমেজ আরও বাড়বে। অন্যদিকে দার্জিলিংয়ে এক ধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে রয়েছে। যারফলে মনে করা হচ্ছে এই বছর শেষে তুষারপাত হতে পারে পাহাড়ের শহরে।
উল্লেখ্য, দুর্গাপুজোয় বৃষ্টি হয়েছে কলকাতায়। কালীপুজোর আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আতঙ্ক ছিল। আলোর উৎসবের সন্ধেয় বৃষ্টির মধ্যেই কাটাতে হয়েছিল বঙ্গবাসীকে। অক্টোবর মাসের শেষেই পারদ নেমেছিল ২০ ডিগ্রির নীচে। অক্টোবর মাসের নিরিখে শীতলতম দিন ছিল সেটি। ২০১২ সালের ২৮ অক্টোবর ২০ ডিগ্রির নীচে নেমেছিল পারদ। ২০১৮ সালে ২৭ অক্টোবর ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল তাপমাত্রা।
Comments are closed.