ফের তাপমাত্রার পতন শহরে। শুক্রবার কলকাতার তাপমাত্রা বেড়ে হয়েছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ফের তাপমাত্রার পতন। তাপমাত্রা কমে হল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও শীত পড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার ছুটির দিন আরও নামতে পারে তাপমাত্রার পারদ।
পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি নিচে। তবে আগামী কয়েকদিনের বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্য। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিক বা কোথাও কোথাও স্বাভাবিকের সামান্য নিচে থাকবে পারদ। উল্লেখ্য, বৃহস্পতিবার ছিল মরশুমের শীতলতম দিন। তাপমাত্রা নেমেছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই শীতের আমেজ রয়েছে।
তবে আগামী কয়েকদিন বৃষ্টিপাত হবে কিনা সেই আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে আগামী কয়েকদিন। তবে বাংলার পাশাপাশি উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা কমবে। পূর্ব ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের বেশ কম থাকবে।
Comments are closed.