কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রার পারদ। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রা নামার কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।
হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পুরোপুরি শীত উপভোগ করতে পারবে দক্ষিণবঙ্গবাসী। অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমেছে। দার্জিলিংয়ের তাপমাত্রা ১০ ডিগ্রির নীচেই রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে। রবিবার পুরুলিয়ার তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। ব্যারাকপুরের তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। দিঘায় তাপমাত্রা নেমেছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস ও বাঁকুড়ায় তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
রাজ্যের পাশাপাশি উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। পূর্ব ভারত এবং উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের ২ থেকে ৩ ডিগ্রি নীচে থাকবে। ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
Comments are closed.