শীতলতম দিনের পরের দিনই বাড়ল তাপমাত্রার পারদ। ১৫ ডিগ্রি থেকে এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল ১৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার পর্যন্ত দুই বঙ্গেই তাপমাত্রার পারদ উর্দ্ধমুখী থাকবে বলেই জানা গিয়েছে । মঙ্গলবারের পর রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এক ধাক্কায় তাপমাত্রার পারদ বেড়ে যাওয়ায় মন খারাপ শীতপ্রিয় বাঙালীর। কলকাতার পাশাপাশি তাপমাত্রার পারদ বেড়েছে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও। আসানসোলে তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচেই। ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি- ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল ডিসেম্বরের মাঝামাঝি সময় পাকাপাকিভাবে শীত পড়বে। কিন্তু এখন জানা যাচ্ছে,ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কনকনে ঠান্ডা উপভোগ না করা যেতে পারে। ১০ এবং খুব ১১ ডিসেম্বর সামান্য বাড়বে তাপমাত্রা।
Comments are closed.