ডিসেম্বরের মাঝামাঝি সময়েও দেখা নেই শীতের, কবে হবে হাওয়া বদল

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পাকাপাকিভাবে শীত পড়বে। কিন্তু ডিসেম্বরের ১৪ তারিখেও শীতের দেখা নেই সেইভাবে। শীতের কনকনেভাব এখনও দেখা দেয়নি কলকাতায়। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা 30.2 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 17.6 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ২ ডিগ্রি বেশি।

আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে তাপমাত্রার বদল হতে পারে। এই পরিস্থিতিতে আলিপুর হাওয়া অফিসের তরফে নতুনভাবে জানানো হয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বছর শেষের বড়দিন কিংবা নতুন বছরের শুরুতে। কলকাতায় তাপমাত্রা কম থাকলেও জেলাগুলিতে তাপমাত্রার পারদ বেশ নিম্নমুখী।

আসানসোলে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনে ১৩ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহারে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে তাপমাত্রা বেশ কম। সেখানে ৬.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা।
জলপাইগুড়িতে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

Comments are closed.