একটু কমেছে তাপমাত্রার পারদ, আগামী কয়েকদিন শীতের হালকা দাপট থাকবে

খানিক পারদ পতন হল। আগামী কয়েকদিন শীতের একটা ছোট্ট ইনিংশ চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 28.0 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 16.3 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রার পতন হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। বুধবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ২ ডিগ্রি বেশি।

হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার আরও নামবে তাপমাত্রা। আগামী বুধবার পর্যন্ত বজায় থাকবে শীতের হালকা একটা দাপট। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার থেকে বইবে কনকনে উত্তুরে হাওয়া। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নিচে নামবে শুক্রবার থেকে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের ইনিংশ জারি থাকবে। চলবে বৃষ্টিও। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি সিকিমে রয়েছে তুষারপাতের সম্ভাবনা

আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণ আন্দামান সাগরে তৈরী হতে পারে ঘূর্ণাবর্ত। যদিও এই ঘূর্ণাবর্ত শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 

 

Comments are closed.