বৃহস্পতিবারের পর শুক্রবারও একধাক্কায় অনেকটাই পারদ নামল। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা চলতি মরশুমের সব থেকে কম। আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছিল, আগামী কয়েকদিন কমবে তাপমাত্রার পারদ। সেইমত শুক্রবার থেকে পারদ পতন শুরু হল। আগামী কয়েকদিন শীতের একটা হালকা ইনিংস উপভোগ করতে পারবেন কলকাতাবাসী।
কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় তাপমাত্রা নেমেছে। দার্জিলিংয়ে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচেই রয়েছে। শান্তিনিকেতনের তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। কালিম্পঙের তাপমাত্রা ১১ ডিগ্রি। চলতি সপ্তাহের রবিবারের মধ্যে আরও ২ ডিগ্রি পর্যন্ত পারদ কমতে পারে বিভিন্ন জেলায়।
এদিন আসানসোলের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
Comments are closed.