শহরে তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে, জেলাগুলিতে জাঁকিয়ে শীত

শহরে ফের পারদ পতন। শুক্রবারের থেকে আরও কমল তাপমাত্রার পারদ। তাপমাত্রা নেমে গেল ১৩ ডিগ্রিতে। শনিবার শহরের শীতলতম দিন। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাগুলিতেও নেমেছে তারমাত্রার পারদ। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর সহ আরও কিছু জেলায় জাঁকিয়ে শীত পড়েছে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, আগামী কয়েকদিন শীতের একটা হালকা ইনিংস চলবে। সেইমত শুক্রবারের পর শনিবার আরও কমে যায় তাপমাত্রা। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত শীতের ইনিংস থাকবে। পশ্চিমদিকের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ আরও কমবে। এদিন আসানসোলের তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া ও বর্ধমানে ১১ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। কালিম্পংয়ে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বোলপুরের শ্রীনিকেতনে  ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

Comments are closed.