হাওয়া অফিস আগেই জানিয়েছিল দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু উত্তরের মানুষ এবার ভারী বৃষ্টি পেতে চলেছে। কারণ উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও সপ্তাহান্তে বাড়বে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়াও রাজস্থানে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ফলে সেই নিম্নচাপে পরিণত হয়ে শনি ও রবিবার বাড়বে বৃষ্টির পরিমাণ।
শুক্রবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। এদিন তাপমাত্রার পারদ বাড়তে পারে। আর্দ্রতাজনিত সমস্যায় বাড়বে। অন্যদিকে বর্ষাকালের শুরুতে সেইভাবে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। ওইসময় প্রবল বৃষ্টি হচ্ছিল উত্তরবঙ্গে। এবার ফের একবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। শনিবার দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
Comments are closed.