সামান্য বাড়ল তাপমাত্রার পারদ, সপ্তাহ শেষে ফের জাঁকিয়ে ঠাণ্ডা

কলকাতায় তাপমাত্রা কিছুটা বাড়ল। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার কলকাতায় পারদ নেমেছিল ১২ ডিগ্রির ঘরে। যা ছিল এই মরসুমের শীতলতম। কিন্তু পরের দিনই ভেঙে যায় সেই রেকর্ড। তাপমাত্রা নেমে আসে ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা ছিল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। কিন্তু সোমবার তাপমাত্রা বেড়ে হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সারাদিন কলকাতার আকাশ থাকবে মেঘমুক্ত। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই টা উধাও হবে। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, চলতি সপ্তাহে তাপমাত্রা খানিকটা বাড়বে। সিয়তাহ শেষে ফের তাপমাত্রার পতন হবে। সেইমত সোমবার সপ্তাহের শুরুর দিন বেড়ে গেল তাপমাত্রার পারদ। তাপমাত্রা বেড়েছে জেলাগুলোতেও।

কলকাতার পাশাপাশি জেলাতেও জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল গত কয়েক দিন ধরে। দক্ষিণের একাধিক জেলায় রবিবারও তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে ছিল। ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

Comments are closed.