এইবছর উষ্ণতম মকর সংক্রান্তি হতে চলেছে। সবথেকে উষ্ণতম মকর সংক্রান্তি হিসেবে রেকর্ড গড়তে চলেছে এই বছর। কলকাতায় প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ১৯.৭ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বিগত বছরগুলোতে এত বেশি তাপমাত্রা হয়নি মকর সংক্রান্তিতে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে এই সপ্তাহ শেষে আর কনকনে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহের শুরুতে সোম, মঙ্গল এবং বুধবার সামান্য কমবে তাপমাত্রার পারদ। বৃহষ্পতিবারের পর আর খুব বেশি পারদ পতন হবে না। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪ থেকে ৫ দিন উত্তরবঙ্গের সব জেলাতে তাপমাত্রা মোটামুটি একইরকম থাকবে। তবে শনি ও রবিবার দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা কিংবা সংলগ্ন জেলাগুলিতে কনকনে শীত উধাও হলেও দক্ষিণের বেশকিছু জেলায় শীতের আমেজ এখনও রয়েছে। আগামী সপ্তাহের শেষের দিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশার সতর্কতা জারি করা রয়েছে।
এরমধ্যে হাওয়া অফিস জানাচ্ছে, রবিবারও জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরেই থাকবে।
Comments are closed.