নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও সরস্বতী পুজো উষ্ণতায় কাটাতে হবে, বাড়বে তাপমাত্রার পারদ

আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রার পারদ। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, রাজ্য থেকে এবার কার্যত বিদায় নিচ্ছে শীত। শক্তিশালী পশ্চিমী ঝঞ্জা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্জায় আটকে যাবে উত্তুরে হাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তে র জেরে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। যার জেরে তাপমাত্রা বাড়বে।

তবে এই বছর ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজো গরমেই কাটবে। কলকাতার পারদ ছুঁতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস।

Comments are closed.