ফের শহরে উর্দ্ধমুখী তাপমাত্রার পারদ। এক ধাক্কায় তাপমাত্রা বেড়ে গেল ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এদিন সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকলেও আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছ হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল এই সপ্তাহের শেষে শীতর স্পেল দেখতে পারবেন বঙ্গবাসী। কিন্তু সপ্তাহের শুরুতে শীতের দেখা মিলবে না বলেই জানিয়েছিল হাওয়া অফিস। কিন্তু দেখা যায় সপ্তাহের শুরুতে তাপমাত্রা নেমে যায় ১৫ ডিগ্রিতে। কিন্তু বুধবার ফের ২ ডিগ্রি বেড়ে গেল তাপমাত্রার পারদ।
আবহবিদেরা জানিয়েছেন, পশ্চিমি ঝঞ্ঝার ফলে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। তাপমাত্রা বেড়ে চলেছে রাজ্যে। তবে, ঝঞ্ঝা কেটে গেলেও ফের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
Comments are closed.