সপ্তাহের শেষে ফের শীতের স্পেলের অপেক্ষায় রাজ্যবাসী। বৃহস্পতিবার তাপমাত্রা কমে গেল বেশ কিছুটা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে গেল বেশ কিছুটা। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, এই সপ্তাহের শেষে শীতের স্পেল দেখবে বঙ্গবাসী। সেইমত একধাক্কায় বেশ খানিকটা নেমে গেল তাপমাত্রা। আগামী সোমবার পর্যন্ত এই শীতের আমেজ বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কনকনে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই।
চলতি বছরে উষ্ণতম সরস্বতী পুজো দেখেছে বাংলা। উষ্ণতম মকর সংক্রান্তি দেখেছেবাংলা। কিন্তু এই সপ্তাহে ফের কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সোমবার পর্যন্ত শুষ্ক থাকবে আবহাওয়া। তবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে শ্রীলঙ্কা উপকূল এবং তামিলনাডু ও পন্ডিচেরিতে শুক্রবার উত্তাল হতে পারে সমুদ্র। যদিও এর কোনও সরাসরি প্রভাব পড়বে না বাংলা।
Comments are closed.