এক ধাক্কায় বাড়লো তাপমাত্রা, শীত কি এবার বিদায়ের পথে? কী বলছে হাওয়া অফিস

এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল তাপমাত্রা। তবে কি শীত এবার বিদায়ের পথে? মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজ।

গত সপ্তাহের শেষের দিকেও তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল ১৪ ডিগ্রিতে। আলিপুর  আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছিল এই সপ্তাহের শুরুর দিকে বাড়তে থাকবে তাপমাত্রার পারদ। সেইমত সপ্তাহের শুরু থেকেই এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গেল তাপমাত্রা। সপ্তাহের মাঝামাঝি অথবা শেষের দিকে আবার কমে যেতে পারে তাপমাত্রার পারদ। সপ্তাহের শেষে অর্থাৎ আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি তাপমাত্রা ফের অনেকটা বাড়বে। এরপর সামনের সপ্তাহে ১৩ এবং ১৪ তারিখ নাগাদ আবার একটু তাপমাত্রা কমে যাওয়া সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নেমে গিয়েছে অনেকটা। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পঙের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী ২৪ ঘণ্টায় জম্মু কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে। মঙ্গল এবং বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে অরুণাচলপ্রদেশ, অসম এবং মেঘালয়ে।

Comments are closed.