তাপমাত্রার পারদ ২০-র ঘরে, বঙ্গ থেকে পাকাপাকিভাবে বিদায় নিচ্ছে শীত?

বুধবার কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি ছুঁয়েছিল। ২৪ ঘণ্টা পর তাপমাত্রার বদল হল না। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা এইভাবেই ওঠানামা করবে। ১২ ফেব্রুয়ারি থেকে শীতের আমেজ পাকাপাকিভাবে শেষ হতে চলেছে। এরপর সামনের সপ্তাহে ১৩ এবং ১৪ তারিখ নাগাদ আবার একটু তাপমাত্রা কমে যাওয়া সম্ভাবনা থাকছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আগামী ৪৮ ঘণ্টায়। ভোররাতে এবং সকালের দিকে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গেই।

অন্যদিকে মৌসম ভবন জানিয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে বুধবার রাতে প্রবেশ করেছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। শুক্রবারের মধ্যে আরও এক দফায় বৃষ্টি ও তুষারপাত হবে জম্মু কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে। বৃহস্পতিবার কাশ্মীর ভ্যালিতে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঞ্জাবেও।

Comments are closed.