দিনে গরম রাতে ঠান্ডা, কতদিন চলবে এই আবহাওয়া? পাকাপাকিভাবে শীত বিদায় নিচ্ছে কবে?

রাতে ঠান্ডা আর দিনে গরম। কয়েকদিন ধরে এই আবহাওয়া চলছে বাংলায়। শনিবার কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে একটু কমেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কয়েকদিন এই রকম আবহাওয়া থাকবে। কিন্তু তাপমাত্রা নামার কোনও সম্ভাবনা নেই। ধীরে ধীরে বাড়বে। বাংলা থেকে বিদায় নেবে শীত। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা এইভাবে ওঠানামা করলেও এরপর বিদায় নেবে শীত।

অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কিন্তু দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পন-এ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।  বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও।

অন্যদিকে মৌসম ভবন সূত্রের খবর, রাজস্থান থেকে পাকিস্তান পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাশ্মীর ভ্যালি, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়।

Comments are closed.