কলকাতায় মেঘলা আকাশ, কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা, বিদায় নিচ্ছে শীত

বাংলা থেকে বিদায় নিতে চলেছে শীত। শনিবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। মেঘলা আকাশ বলে দিচ্ছে এই বছরের মতন বিদায় নিচ্ছে শীত। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে এরপর আর পারদ পতনের সম্ভাবনা নেই। ধীরে ধীরে আরও বাড়বে তাপমাত্রা।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায় তাপমাত্রার পারদ। এই সপ্তাহের শুরুতে তাপমাত্রা নেমে যায় ১৫ ডিগ্রিতে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছিল শিবরাত্রীর দিন অর্থাৎ এই সপ্তাহের শেষের দিকেই চড়া হবে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার বিকেল থেকে কলকাতার আকাশে মেঘ দেখা যায়। জানা গিয়েছিল রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইমত শুক্রবার থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা গেল কলকাতায়।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টা কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী রবিবার এবং সোমবার দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Comments are closed.