গরমের তেজ আরও বাড়বে। তবে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস আগেই জানিয়েছিল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তাপমাত্রার পারদ ছুঁয়ে ফেলবে ৩০ ডিগ্রি সেলসিয়াসে। সেইমত বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতার পাশাপাশি তাপমাত্রা বেড়েছে জেলাগুলিতেও। রোদের তেজের সঙ্গে তাপমাত্রা বেড়েছে জেলাগুলিতে। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাজুড়ে ঝোড়োহাওয়া ও বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন মোটামুটি ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকবে তাপমাত্রার পারদ। বেলা বাড়লেই বাড়বে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরম আও আর্দ্রতাজনিত সমস্যা।
Comments are closed.