বসন্ত কালেই ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। বাড়ছে তাপমাত্রার পারদ অন্যদিকে বাড়ছে রোদের তেজও। ফেব্রুয়ারির শেষের দিকে তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রি হবে বলে পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেইমত বেড়েই চলেছে তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।
তবে এরমধ্যেও শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণা বাতাস ও দক্ষিণ পশ্চিমের বাতাসের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবে উত্তরবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে।
আগামী কয়েকদিন দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং হুগলিতে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে।
Comments are closed.