এই সপ্তাহের শেষে তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। মার্চের শুরু থেকেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এর আগে ১৯০১ সালে ফেব্রুয়ারি মাসে এই গরমের দাপট দেখেছিল কলকাতা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।
কয়েকদিন পর দোল। দোলে রাজ্যজুড়ে উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই দহন জ্বালা বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বাড়তে পারে তাপমাত্রার পারদ। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিনে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Comments are closed.