কলকাতার আকাশ সকাল থেকে মেঘলা, সপ্তাহ শেষে হাওয়া বদলের ইঙ্গিত

এই বছর সবথেকে উষ্ণতম দোল দেখেছে বাংলা। ফেব্রুয়ারিতেই তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৪ ডিগ্রিতে। মার্চ মাসে রোদের তেজে নাজেহাল বঙ্গবাসী। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। তবে ১১ তারিখ অর্থাৎ শনিবার থেকে রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। কিন্তু গরমের হাত থেকে এখনই রেহাই নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা।

শুক্রবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবারও বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আগামী সপ্তাহে দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।

কিন্তু বৃষ্টির কোনও সম্ভবনা নেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। ১১ মার্চের পর থেকে দিনের বেলার তাপমাত্রা আরও বাড়বে। লু বইতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। পশ্চিম ভারতের রাজ্যগুলিতে যেভাবে তাপমাত্রা বেড়ে লু বয় সেইভাবে বাংলার কয়েকটি রাজ্যে লু বইবে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।  IMD সূত্রে খবর, শুধুমাত্র বাংলা নয় দেশের প্রায় সমস্ত রাজ্যেই মার্চ মাসে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে।

Comments are closed.