ধেয়ে আসছে কালবৈশাখী। শনিবার থেকেই বাংলার একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। শুক্রবারও বিকেলে একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই বছরের প্রথম কালবৈশাখী দেখতে চলেছে বাংলা। এরফলে তাপমাত্রা কিছুটা কমবে। হাঁসফাঁস গরমের হাত থেকে মুক্তি পাবে বঙ্গবাসী।
অন্যদিকে শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪২ শতাংশ থেকে ৭৮ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে শনিবার ও রবিবার আকাশ মেঘলা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়্গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। বুধবার থেকে আবহাওয়ার বদল হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মার্চের শেষের দিকে প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বাংলায়। বেশকিছু জেলায় লু বইবার সম্ভাবনা রয়েছে।
উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত গভীর অক্ষরেখা বিস্তৃত হয়েছে। বিহার এবং ছত্তিশগড়ে বেশকিছু মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। সেই মেঘপুঞ্জ বাংলার দিকে এগোচ্ছে। এর প্রভাবে কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে।
Comments are closed.