সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর শুক্রবার দিনভর বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ কয়েকটি জেলায়। বৃহস্পতিবার রাতে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনাট আর কয়েকঘণ্টার মধ্যেই বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় জেলায়।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকববে ৫৬ থেকে ৮৮ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় মহানগরে বৃষ্টিপাতের পরিমাণ ৮.৯ মিলিমিটার।
শনিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদিন আকাশ মেঘল থাকবে বলে জানা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই দুর্যোগ থেকে রেহাই পাওয়া যাবে রবিবার সন্ধ্যার পর থেকে।
উল্লেখ্য, হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে একটি অক্ষরেখা বিহার, ঝাড়খণ্ডের উপর দিয়ে উত্তরবঙ্গ থেকে ওডিশা পর্যন্ত রয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে এই ঝড়-বৃষ্টি হচ্ছে বাংলায়।
Comments are closed.