সকাল থেকেই চলছে রোদ বৃষ্টির খেলা। দক্ষিণের আকাশের কোথাও কোথাও কালো মেঘ দেখা যাচ্ছে। আবার কোথাও শরতের আকাশের মতন মেঘ দেখা যাচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ওড়িশার অভিমুখে অগ্রসর হয়েছে। এরফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা নেই। কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে দুটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন আবহবিদরা। জানা গিয়েছে, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে বুধ ও বৃহস্পতিবার। উপকূলবর্তী জেলাগুলিতে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
বুধবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন কলকাতার পাশাপাশি দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। বৃষ্টি বাড়বে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। অন্য দিকে উত্তরবঙ্গে শুক্রবার থেকে বাড়তে পড়ে বৃষ্টির পরিমাণ। বাংলার পাশাপশি ভারী বৃষ্টিপাত হতে পারে অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে।
Comments are closed.