তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আর কোনও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চৈত্র মাসের কালবৈশাখীতে যে স্বস্তি পেয়েছিল সাধারণ মানুষ, তা কার্যত উধাও হয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গ। মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৪ থেকে ৯০ শতাংশের মধ্যে।
আগামী কয়েকদিনে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। উষ্ণ বড়দিন, উষ্ণ মকর সংক্রান্তির পর এবার উষ্ণ পয়লা বৈশাখ দেখতে চলেছে বাংলার মানুষ। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের মতন উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আগামী পাঁচদিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
বাংলার পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়, রাজস্থান ও উত্তরপ্রদেশের কিছু জায়গায়।
Comments are closed.