একধাক্কায় অনেকটা কমলো তাপমাত্রা, সোমেও বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ কয়েকটি জেলায়

এক ধাক্কায় অনেকটা নেমে গেল তাপমাত্রার পারদ। কলকাতা সহ জেলাগুলোতেও নেমেছে বেশ খানিকটা তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপামাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রপাতের সম্ভাবনা।

 

শনিবার রাতেই তাপপ্রবাহ থেকে মুক্তি পেয়েছে বঙ্গবাসী। শনিবার রাতে এবং রবিবার ভোরে হালকা বৃষ্টি হয়েছে কলকাতা সহ দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া হুগলি জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবার ও বৃষ্টি হতে পারে কলকাতায়। মঙ্গলবার অবধি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

বাংলার পাশাপাশি আগামী ৩ দিন পূর্ব ও পশ্চিম ভারতে তাপপ্রবাহের সম্ভাবনা কম। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি রাজ্যে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মধ্য প্রদেশ ও ওড়িশায়। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার সহ কয়েকটি জেলায়।

Comments are closed.