সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা পাওয়া যায়। কিন্তু বৃষ্টির পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ খানিকটা নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। মঙ্গলবারও বেশ কয়েকটি জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।
এখন আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা বদল হবে না বলেই জানা গিয়েছে। এরপর থেকে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ। মঙ্গলবার কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪০ ডিগ্রির ওপর। বাঁকুড়ার তাপমাত্রা পৌঁছেছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। বিশ্বের সপ্তম উষ্ণতম শহর হয়েছিল বাঁকুড়া। বাঁকুড়ার সঙ্গে আরও কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে উঠেছিল। কলকাতায় তাপমাত্রা পেরিয়েছি ল ৪০ ডিগ্রিতে। সোমবারের বৃষ্টির পর তাপমাত্রা নেমে গিয়েছে অনেক টা।
Comments are closed.