বৃহস্পতিবারের পর শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, এদিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের ১৫ টি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে পারে। আগামীকাল অর্থাৎ শনিবারও বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান সহ বেশকিছু জেলায়। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার বৃষ্টির পর কলকাতার তাপমাত্রা অনেক নেমে যায়। রাতের দিকে তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কালবৈশাখী ঝড় হয় কলকাতা সহ বিভিন্ন জেলায়। বাজ পড়ে মৃত্যু হয় কমপক্ষে ১৬ জনের। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হয়েছে বজ্রাঘাতে।
Comments are closed.