বুধবার বিকেলেই সন্ধ্যে নেমে এসেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশে। এবার বৃহস্পতিবারও বৃষ্টি হবে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে আগেই জানিয়েছে আইএমডি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি।
এদিন কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া সহ অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে সারাদিন উত্তরবঙ্গের আটটি জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে। দুএক জায়গায় হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। এদিন কলকাতার আকাশ সকাল থেকে মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদ দেখা যায়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সামনেই কালীপুজো। এখন সকলের মনে এটাই প্রশ্ন, কালীপুজোতেও কি বৃষ্টিতে ভিজবে বাংলা। এই বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, জোড়া ঘূর্ণাবর্তের কারণে কালীপুজোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধেয়ে আসছে সাইক্লোন বলেও আশঙ্কার কথা জানিয়েছে এক মার্কিন সংস্থা। যদিও এই বিষয়ে কোনও সতর্কতা জারি করেনি দিল্লির মৌসম ভবন।
উল্লেখ্য, বুধবার বুধবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ওই ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল হাওয়া অফিস। সন্ধ্যের বৃষ্টির জেরে কলকাতার একাধিক রাস্তায় জল জমে যায়। রাস্তায় যানজটের জেরে সমস্যায় পড়েন যাত্রীরা।
Comments are closed.