হাওয়া অফিস আগেই জানিয়ে রেখেছিল সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইমত শনিবার বিকেলেই ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পুরো দক্ষিণবঙ্গেই।
শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। আদ্রতাজনিত অস্বস্তিও রয়েছে। কিন্তু বিকেলেই বৃষ্টি নামবে বলেই পূর্বভাস রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৯ শতাংশ।
দক্ষিণবঙ্গের পাশাপাশি শনিবার থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
বাংলার পাশাপাশি বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কর্নাটকেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
Comments are closed.